Amar Sangbad
ঢাকা বুধবার, ০৯ জুলাই, ২০২৫,

অনলাইন ক্লাসে ম্যামকে বিয়ের প্রস্তাব দিলেন ছাত্র (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২২, ০২:১০ পিএম


অনলাইন ক্লাসে ম্যামকে বিয়ের প্রস্তাব দিলেন ছাত্র (ভিডিও)

অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ছাত্র। ঘটনাটি ঘটেছে ভারতে। সম্প্রতি এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষিকা বলেন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো? তখন এক ছাত্র বলেন, ম্যাডাম আপনি কি বিবাহিত? শিক্ষিকা বলেন, না। তখন ছাত্র বলেন, আমি আপনাকে ভালোবাসি ম্যাম। শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সবাইকে ভালোবাসি।  

এরপর ছাত্র বলেন, না ম্যাম, আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? তখন শিক্ষিকা বলেন, না না। এ সময় পাশ থেকে হাসির শব্দ শোনা যায়। পরে শিক্ষিকা ওই ছাত্রকে মিউট করে দেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভিডিও দেখে যা মনে হচ্ছে, বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ করেই এই কাণ্ডে ঘটিয়েছে ওই ছাত্র। সম্ভবত ভারতের কোনো কোচিং সেন্টারের পড়ানোর ভিডিও এটি। এখন পর্যন্ত ইউটিউবে ভিডিওটি ১ লাখ ৪৫ হাজারেও বেশি ভিউ হয়েছে।

[embed]<iframe width="727" height="409" src="https://www.youtube.com/embed/uaOJmAoVtck" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>[/embed]

আমারসংবাদ/এমএস