Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১১:৫৫ এএম


প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টিকা নেওয়া ইতোমধ্যে শেষ করেছি। প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে ৭-৮ দিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা হবে তারপরে আমরা স্কুল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেব যত দ্রুত সম্ভব। এখন করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা ইনশা আল্লাহ স্কুল খুলে দিব বলে আশা করছি।’

তিনি আরো বলেন, ‘সারা বিশ্বের অনেক জায়গায় এখনো টিকা পায়নি কিন্তু আমরা পেয়েছি। আস্তে আস্তে দেশের সবার কাছে আমরা টিকা পৌঁছে দিব ইনশা আল্লাহ।’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ সহ টুঙ্গিপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস