Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সময়মতো টিকা পাওয়া যাবে কিনা জানালেন স্বাস্থ্য ডিজি

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২১, ১০:৩০ এএম


সময়মতো টিকা পাওয়া যাবে কিনা জানালেন স্বাস্থ্য ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনা প্রতিরোধে টিকা পাওয়া নিয়ে কোনো সংশয় নেই। তিনি বলেন, সময়মতো সব টিকা দেশে পৌঁছাবে, আর সঠিক সময়ে সবাই পাবে। 

সোমবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে রেড ক্রিসেন্টের কিট হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্য ডিজি বলেন, বেসরকারি খাতকে কোনো টিকা দেবে না সরকার। তারা আমদানি করে টিকা দিতে পারবে, তবে সেক্ষেত্রে মূল্য সরকার নির্ধারণ করে দেবে।

এসময় তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের ডাটা চাওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব তাদের টিকা দেওয়া হবে।

আমারসংবাদ/জেডআই