Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দেশে টিকা নিয়েছেন প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২১, ০৫:২৫ পিএম


দেশে টিকা নিয়েছেন প্রায় সাড়ে ৩২ লাখ মানুষ

দেশে টিকাদান কর্মসূচির ১৯তম দিন আজ সোমবার (১ মার্চ) করোনা টিকা নিয়েছেন এক লাখ ১৬ হাজার ৩০০ জন। তাদের মধ্যে ৬৯ হাজার ৬৩৫ জন পুরুষ এবং ৪৬ হাজার ৬৬৫ জন নারী।

এ নিয়ে মোট টিকা নিলেন ৩২ লাখ ২৬ হাজার ৮২৫ জন। এরমধ্যে ২০ লাখ ৮১ হাজার ৮১৬ জন পুরুষ এবং ১১ লাখ ৪৫ হাজার নয়জন নারী। 

অন্যদিকে টিকার জন্য রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪৪ লাখ ১৩ হাজার ৮৯২ জন।

আজ সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো টিকাদান কর্মসূচির দৈনিক তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৪৩ হাজার ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ২২ হাজার ৭৯৬ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৩৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৭১ জন, রংপুর বিভাগে নয় হাজার ১৯৬ জন, সিলেট বিভাগে চার হাজার ৯৭৫ জন, বরিশাল বিভাগে চার হাজার ৪৫৯ জন এবং ময়মনসিংহ বিভাগে তিন হাজার হাজার ৯০৪ জন।

অন্যদিকে বিগত ১৯ দিনে টিকাগ্রহণে শীর্ষে থাকা ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ৯ লাখ ৮৪ হাজার ৪৮৮ জন। টিকা গ্রহণের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম। এ বিভাগে মোট টিকা নিয়েছেন সাত লাখ চার হাজার ৫৯৯ জন।

এছাড়া খুলনা বিভাগে চার লাখ ৯০৬ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৫৫ হাজার ৩৮১ জন, রংপুর বিভাগে দুই লাখ ৯৩ হাজার ৪২৬ জন, সিলেট বিভাগে এক লাখ ৯৭ হাজার ৬৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫১ হাজার ৯৩১ জন এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৩৯ হাজার ২৮ জন করোনার টিকা নিয়েছেন। 

গত ২৭ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় এ গণটিকাদান কার্যক্রম।

আমারসংবাদ/জেডআই