Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

লকডাউনে টিকাদান কর্মসূচি চলবে

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২১, ০৭:২০ এএম


লকডাউনে টিকাদান কর্মসূচি চলবে

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারদেশে লকডাউন দিয়েছে সরকার। ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন চলবে। তবে এই অবস্থায় সারাদেশে চলমান টিকা প্রয়োগ কর্মসূচিও চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (৩ মার্চ) দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, করোনা টিকা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। কোনো পরিস্থিতিতেই এই কার্যক্রম বন্ধ হবে না। সুতরাং লকডাউনেও টিকা কার্যক্রম চলবে।

উল্লেখ্য, গত বছরের ২৬ মার্চ থেকে শুরু করে ৬৬ দিনের লকডাউন ছিল সারাদেশে। এসময়ে জরুরি ছাড়া সব যানবাহন বন্ধ ছিল। করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।  

আমারসংবাদ/এআই