Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

২৯ এপ্রিল থেকে চলবে বাস, ট্রেন-লঞ্চ নিয়ে কী সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৪, ২০২১, ০৮:০৫ পিএম


২৯ এপ্রিল থেকে চলবে বাস, ট্রেন-লঞ্চ নিয়ে কী সিদ্ধান্ত

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন শিথিল হচ্ছে। চলমান বিধিনিষেধের সময়সীমা ২৮ এপ্রিল পার হওয়ার পর নতুন করে এই কঠোর বিধিনিষেধ থাকছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইতিমধ্যে যাত্রীবাহী বাস ২৯ এপ্রিল থেকে চালুর চিন্তা করছে সরকার। শনিবার (২৪ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই তা জানিয়েছেন। তিনি বলেছেন, লকডাউন শিথিল হলে গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে সমন্বয় করা ভাড়ায় চালুর সর্বাত্মক চিন্তা রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকবে।

বাসের চলাচলের বিষয়ে সিদ্ধান্ত এলেও ২৮ এপ্রিল 'সর্বাত্মক' লকডাউন শেষে লঞ্চ ও ট্রেন চলবে কি না তা এখনো নিশ্চিত নয়। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে। সরকার অনুমতি দিলে স্বাস্থ্যবিধি মেনে ২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে।

লঞ্চ চালুর বিষয়ে একই কথা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২৩ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, বিধিনিষেধগুলো ২৮ তারিখের পরে শিথিল করা হবে। ২৯ এপ্রিল থেকে চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। ২৮ এপ্রিল বিষয়টি নিয়ে আলোচনা হবে। গণপরিবহন চালু হলে কতটা আসন ফাঁকা রাখা হবে, সে বিষয়টিও আলোচনায় আসবে। ওই বৈঠকেই সবকিছু চূড়ান্ত হবে।

তিনি বলেন, নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোই চলাতে পারব। এই কয়দিনে সংক্রমণ অনেকটাই কমে যাবে, এটাই স্বাভাবিক।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাস্ক পরেই আমাদের চলতে হবে। কেউ যেন মাস্ক ছাড়া না বের হয়। সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সবাই যেন মাস্ক পরে। নো মাস্ক নো সার্ভিস- এ বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

 উল্লেখ্য, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশে ৩০ মার্চ থেকে অর্ধেক আসন খালি রেখে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন শুরু করে গণপরিবহন। ৫ এপ্রিল লকডাউন শুরুর পর গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 লকডাউনে আওতামুক্ত প্রতিষ্ঠানের কর্মীদের যাতায়াতে ৭ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশন এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে ৫ এপ্রিল থেকেই বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। ১৪ এপ্রিল 'সর্বাত্মক' লকডাউন শুরুর পর সিটি করপোরেশন এলাকায় বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়।

আমারসংবাদ/এআই