Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪,

হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বেড়েছে আরও ৯টি

আমার সংবাদ ডেস্ক

জুন ১০, ২০২১, ০৫:২০ পিএম


হাইকোর্টে বেঞ্চের সংখ্যা বেড়েছে আরও ৯টি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্বাভাবিক বিচার কাজ বন্ধ থাকায় জরুরি মামলার শুনানির জন্য হাইকোর্টে বেঞ্চের সংখ্যা আরও ৯টি বাড়ানো হয়েছে।

আর দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। ফলে এখন হাইকোর্টে বেঞ্চে সংখ্যা হলো ৩০টি।আগামী রোববার থেকে হাইকোর্টের এসব বেঞ্চ বসবেন।

হাইকোর্ট বিভাগের বেঞ্চে সংখ্যা বাড়িয়ে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্বাক্ষরে আদেশ জারি করা হয়েছে। প্রশাসনিক ক্ষমতাবলে প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন এবং এসব বেঞ্চের বিচারিক এখতিয়ার নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গতবছর ২৫ মে থেকে ভার্চুয়াল আদালত কার্যক্রম চালু হয়। এর আগ পর্যন্ত আদালতগুলো সাধারণ ছুটির মধ্যে ছিল।

আমারসংবাদ/এআই