Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘আর কোন বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়’

অক্টোবর ৭, ২০২১, ০৩:০৫ পিএম


‘আর কোন বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়’

বুয়েটের মেধাবী ছাত্র শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেছেন, ‘আমার ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আর কোন বাবা-মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমি আবরারের খুনিদের দ্রুত শাস্তির দাবি জানাই।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে নির্যাতন বিরোধী ছাত্র-শিক্ষক সমাবেশ ও দৃক গ্যালারীর ছবি প্রদর্শনীতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

সমাবেশে অংশ নিয়ে বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলম বলেন, নিপিড়ক কখনো নিপিড়ন করতে পারেনা যদি প্রতিবাদ থাকে। আমরা চুপ আছি বলেই তারা নিপিড়ন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়েছিল, চুপ থাকতে বলা হয়েছিল কিন্তু আমি চুপ থাকিনি। আমাকে বলা হয়েছিল আমার কিছু হবেনা শুধু কথা বলা যাবেনা; আমি সেটি করিনি। তাই যারা চুপ থাকছেন তারা দেশের মানুষের সাথে অন্যায় করছেন। আপনাদেরকে নিপিড়কের সমর্থক হিসেবে জাতি মনে রাখবে।’

আবরার আগ্রাসনে বিরুদ্ধে এবং দেশের পক্ষে কথা বলেছেন বলে শহীদ হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তথাকথিত বন্ধু রাষ্ট্র যাদের সাথে নাকি আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক তাদের বিরুদ্ধে কথা বলায় আবরারকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে’। একটি বিশ্ববিদ্যালয়ে কখনো টর্চার সেল থাকতে পারেনা বলে মন্তব্য করেন তিনি। এ সময় তার হাতে আগ্রাসন বিরোধী ‘আট স্তম্ভ’ তুলে দেন ডাকসুর ভিপি নুরুল হক নূর। 

সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান, বিন ইয়ামিন মোল্লা প্রমূখ।

আমারসংবাদ/আরএইচ