Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

দেশে করোনায় মৃত্যু বাড়ল তিনগুণ

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৯, ২০২১, ১১:১০ এএম


দেশে করোনায় মৃত্যু বাড়ল তিনগুণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪১৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।

শনিবার (০৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৯২৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৪৩ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।  


আমারসংবাদ/ইএফ