Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

‘সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৭, ২০২১, ০৮:১৫ এএম


‘সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় জড়িতদের শিগগিরই চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

এসময় সাম্প্রদায়িক সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে ধারণা করছেন তিনি।

রবিবার (১৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

[related nid="200540" layout="left"][/related]

তিনি বলেন, কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনাটা আপনাদের জানাবো। শিগগিরই জানাবো বলে আশা করছি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে মনে হয়েছে এ ঘটনাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। দেশে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার জন্যই এ ঘটনা ঘটানো হচ্ছে। যে ঘটনাগুলো যারা করছেন এগুলো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো ইন্ধনেই করছেন।’

এসময় চাঁদপুরের হাজীগঞ্জ ও নোয়াখালীতে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আমারসংবাদ/ইএফ