Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

এবার ডিএনসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২১, ১০:০৫ এএম


 এবার ডিএনসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল যাত্রীর মৃত্যু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় আরও একজন নিহত হয়েছেন। নিহতের নাম আহসান কবির খান (৪৫)। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিকে কলাবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। রাইডারকেও খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে।

আমারসংবাদ/এমএস