Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত ‘জাওয়াদ’, বৃষ্টি থাকবে সোমবারও

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ০৫:২৫ এএম


দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত ‘জাওয়াদ’, বৃষ্টি থাকবে সোমবারও

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে ঢাকায় আজ সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। সোমবারও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। 

রোববার (৫ ডিসেম্বর) দুপুরের আগেই এটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদ শনিবার দিবাগত রাতেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এটি যে অবস্থায় রয়েছে, মনে হচ্ছে দুপুরের আগেই আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। দুপুর নাগাদ এটি উড়িষ্যা উপকূলীয় এলাকায় পৌঁছাবে এবং বিকেল বা সন্ধ্যায় পশ্চিমবঙ্গে যাবে। পশ্চিমবঙ্গে যখন পৌঁছাবে তখন এটি একেবারে দুর্বল হয়ে যাবে।

আবহাওয়া পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, রাজশাহী, রংপুর, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত হতে পারে। ঢাকায় আজ সারা দিনই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হবে। আগামীকালও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হবে। আকাশ থাকবে মেঘলা। তবে কাল থেকেই ঢাকার আকাশ পরিষ্কার হতে শুরু করবে।

নিম্নচাপ শেষ হয়ে গেলে আগামী ২ দিনের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে। তখন থেকেই শীত নামতে শুরু করবে। বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আকাশ পরিষ্কার থাকায় দিনের তাপমাত্রা তেমন না কমলেও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বর মাসের শেষ ভাগে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

‘ঘূর্ণিঝড় জাওয়াদ’ নাম এলো যেভাবে
বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থার (ইএসসিএপি) তালিকা অনুযায়ী, ঘূর্ণিঝড় জাওয়াদ নামকরণ করেছে সৌদি আরব। আরবি শব্দ জাওয়াদ অর্থ উদার, দয়ালও কিংবা দানশীল।

আমারসংবাদ/এআই