Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ফের লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি  

ডিসেম্বর ৫, ২০২১, ০৯:১৫ এএম


ফের লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারে নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্বের নানা দেশে ওমিক্রন সংক্রমণ বেড়ে গেলেও বাংলাদেশে পরিস্থিতি ভালো। তবে প্রতিবেশী দেশ ভারতের  সাথে আপাতত সীমান্ত বন্ধ করার পরিকল্পনা নেই। দেশের পরিস্থিতি ভালো এবং নিরাপদে আছে তাই কোন বিষয়ে চিন্তার কারণ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশে পর্যাপ্ত করোনার টিকা রয়েছে।

মন্ত্রীর সাথে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমারসংবাদ/কেএস