Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দেশে করোনা টিকাদান সাড়ে ১০ কোটি ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৭, ২০২১, ০৫:৪৫ পিএম


দেশে করোনা টিকাদান সাড়ে ১০ কোটি ছাড়ালো

দেশে প্রাণঘাতী করোনার টিকা গ্রহিতার সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত ১০ কোটি ৫২ লাখ ৭৭ হাজার ৮২৬ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআই্এস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রেরিত টিকা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এদিকে রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন আরও ১৪ লাখ ৭৩ হাজার ৩৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজ ৩ লাখ ১১ হাজার ৫১৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৬১ হাজার ৫১৫ জন।

প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৫৭ হাজার ৩২৯ জন ও নারী ১ লাখ ৫৪ হাজার ১৮৯ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার ৬৭৪ জন ও নারী ৬ লাখ ৪১ হাজার ৮৪১ জন।

দেশে টিকা গ্রহণের জন্য মোট নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৭ কোটি ৩০ লাখ ৩৫ হাজার ৩০০ জন ও পাসপোর্টের মাধ্যমে ১০ লাখ ৮৭ হাজার ৮৪০ জন নিবন্ধন করেন।

আমারসংবাদ/এমএস