Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

আউটসোর্সিং পদ্ধতিতে সরকারি প্রকল্পে নিয়োগ

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ০৯:৪৫ এএম


আউটসোর্সিং পদ্ধতিতে সরকারি প্রকল্পে নিয়োগ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণলয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন ‘এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস অ্যান্ড হসপিটাল’ প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি আউটসোর্সিং পদ্ধতিতে ৩য় ও ৪র্থ শ্রেণীর জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা  ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম- অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (ডাটা এন্ট্রি অপারেটর)

পদের সংখ্যা-১টি

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে এইচ.এস.সি/সমমান পাস

২। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০টি শব্দ ও ইংরেজীতে ২৮টি শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ।

৩। বয়স ১৮-৩০ বছর। তবে যুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর ।

বেতন-১৯১১০ টাকা

পদের নাম- ড্রাইভার

পদের সংখ্যা- ২টি

আবেদন যোগ্যতা

১। কমপক্ষে এস.এস.সি পাশ

২।  গাড়ী চালক হিসেবে কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা ৷

৩। বয়স ৪ ১৮-৩০ বছর । তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বহর ।

বেতন-১৮৬০০ টাকা

পদের নাম- অফিস সহায়ক

পদের সংখ্যা- ১টি

আবেদন যোগ্যতা

১। এস.এস.সি পাশসহ কোন প্রতিষ্ঠানে এম.এল.এস.এস হিসেবে কমপক্ষে ০২ (দুই) বছরের পূর্ব অভিজ্ঞতা ।

২।  বয়স১৮-৩০ বহুর। তবে যুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।

আবেদন যেভাবে

আবেদন যোগ্যতা  ডাকযোগে ‌প্রকল্প পরিচালক', এক্সপানশন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েঙ্গেস এন্ড হসপিটাল, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ
২০ মে, ২০২১

[media type="image" fid="121721" layout="big" caption="0" infograph="0" parallax="0" popup="1"][/media]

আমারসংবাদ/এমএস