Amar Sangbad
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫,

পার্টটাইম কাজের সুযোগ দিচ্ছে আড়ং  

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২০, ২০২১, ০৩:৫০ পিএম


পার্টটাইম কাজের সুযোগ দিচ্ছে আড়ং  

আড়ং শিগগিরই বনশ্রীতে নতুন আউটলেট শুরু করতে যাচ্ছে। এ জন্য বিক্রয়কর্মী পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা সরাসরি, ডাক বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- আড়ং

পদের নাম- বিক্রয়কর্মী

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পার্টটাইম

কর্মস্থল- ঢাকা

আবেদন যোগ্যতা

১। স্নাতকে অধ্যয়নরত।

২। বয়সসীমা ১৮-২৬ বছরের মধ্যে হতে হবে।

৩। শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সিভি পাঠাতে হবে আড়ং সেন্টার, ৩৪৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ বরাবর। সিভি ‍sa.aarong@brac.net এই ঠিকানায়ও পাঠানো যাবে।

আবেদন পাঠানো শেষ তারিখ

২৬ নভেম্বর, ২০২১

বেতন ও সুযোগ সুবিধা

১। বেতন মাসিক ৭৭৬০ টাক।

২। ওভারটাইমের সুযোগ আছে।

আমারসংবাদ/এমএস