Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

আইন ও সালিশ কেন্দ্রে চাকরি, বেতন ৮২ হাজার! 

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ১০:২০ এএম


আইন ও সালিশ কেন্দ্রে চাকরি, বেতন ৮২ হাজার! 

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজারের উখিয়া প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার

পদের সংখ্যা: ১টি

 আবেদন যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, উইমেন্ট অ্যান্ড জেন্ডার স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের যেকোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ম্যানেজমেন্ট, সুপারভিশন, ডকুমেন্টেশন, ওয়ার্কিং বিষয়ে জানা শোনা থাকতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। উপস্থাপনার কৌশল জানতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন ৮২০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের সিভির সঙ্গে কভার লেটার পাঠাতে হবে ডিরেক্টর, আইন ও সালিশ কেন্দ্র, ২/১৬, ব্লক-বি, লালমাটিয়া, ঢাকা- এই ঠিকানায়। অথবা ইমেইল করতে পারবেন [email protected] এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ২৬ জানুয়ারি, ২০২২।

আমারসংবাদ/এমএস