Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কীটনাশক কেড়ে নিলো ৭২ পাখির প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ২১, ২০২১, ০৬:৪০ পিএম


কীটনাশক কেড়ে নিলো ৭২ পাখির প্রাণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্ষেতে কীটনাশক দিয়ে ৬৫টি ঘুঘু ও সাতটি কবুতর মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষকের বিরুদ্ধে। অভিযুক্ত কৃষকের নাম পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। মৃত পাখিগুলো উদ্ধার করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের সদস্যরা।

গত সোমবার দুপুরের দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা খেয়া ঘাট এলাকার একটি মাষকলাই ক্ষেতে দেয়া কীটনাশক খেয়ে পাখিগুলো মারা যায়।

দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, কীটনাশক খেয়ে ঘুঘু ও কবুতর মারা যাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর সেখান থেকে ২৬টা মৃত ঘুঘু ও তিনটি কবুতর উদ্ধার করি। বাকি আরও ৩৯টি ঘুঘু ও চারটি কবুতর নদীতে ফেলে দেয়া হয়েছে বলে জানতে পারি।

তিনি আরও জানান, মৃত পাখিগুলো উদ্ধার করে শাহজাদপুরের ফরেস্ট পি এম রশিদুল হাসানের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, মাষকলাই ক্ষেতে কীটনাশক প্রয়োগে পাখি মারা যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগে পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।