Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ শুনানী ২২ এপ্রিল

ফেব্রুয়ারি ১২, ২০১৫, ০১:০৫ পিএম


কাদের সিদ্দিকীর বিরুদ্ধে চার্জ শুনানী  ২২ এপ্রিল

 

মানহানী মামলায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বিরুদ্ধে আগামী ২২ এপ্রিল চার্জ শুনানীর জন্য তারিখ ধার্য করেছেন আদালত।
পূর্বে জারীকৃত ওয়ারেন্ট বলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে গ্রেফতারের ব্যাপারে তাগিদ এবং মামলার বিষয়ে  বাদীর জবাব দাখিলের জন্য দিন ধার্য ছিল।

 আসামির বিরুদ্ধে জারকিৃত ওয়ারেন্ট বলে গ্রেফতার করেছে কি না সে মর্মে সংশ্লিষ্ট থানার কোন প্রতিবেদন না আসায় এবং বাদী তার আইনজীবীর মাধ্যমে মামলার বিষয়ে জবাব দেওয়ায় বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত সিএমএম আলী মাসুদ সেখ  আসামি বিরুদ্ধে আগামী ২২ এপ্রিল চার্জ শুনানীর জন্য তারিখ ধার্য করেছেন।

 ড. মহিউদ্দিন খান আলমগীর স্বরাষ্টমন্ত্রী থাকা কালে তাকে রাজাকার বলার অভিযোগে দায়েরকৃত মামলার বাদী মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার ।

 এ মামলায় ১৫ টি তারিখে বঙ্গবীর কাদের সিদ্দিকী আদালতে হাজির না হওয়ায় গত ১১ নভেম্বর তারিখে আদালত তার জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রয়ারিতে ইঞ্জিনিয়ার ইনষ্টিটিউটে একটি রাজনৈতিক দলের সভায় বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী তখনকার স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরকে উদ্দেশ্য করে বলেন,রাজাকর স্বরাষ্টমন্ত্রী রেখে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয়।

সেজন্য গত ১৯ ফেব্রয়ারিতে মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাদী হয়ে একটি মানহানী মামলা দায়ের করেন।