Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

খালাস চেয়ে সুবহানের আপিল

মার্চ ১৮, ২০১৫, ০৭:৪৩ এএম


খালাস চেয়ে সুবহানের আপিল

 


মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহানের খালাস চেয়ে আপিল দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা আপিল দায়ের করেন। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হলেন, জয়নুল আবেদীন তুহিন।

আপিল দায়েরের পর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সাংবাদিকদের বলেন, আপিল আবেদনে ফাঁসির দন্ড থেকে খালাস প্রার্থনা করে ৯২ টি যুক্তি দেখানো হয়েছে। ৩টি ভলিউমে সর্বমোট ১১৮২ পৃষ্টার দলিল দস্তাবেজ আপিল দাখিল করা হয়েছে।এর মধ্যে মূল আপিল ৮৯ পৃষ্টা।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মাওলানা সুবহানকে তিনটি অভিযোগে ফাঁসির দণ্ড ঘোষণা করেন।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ ও ষড়যন্ত্রসহ ৮ ধরনের ৯টি মানবতাবিরোধী অপরাধে সুবহানের বিরুদ্ধেঅভিযোগ (চার্জ) গঠন করেন ট্রাইব্যুনাল।

২০১২ সালের ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে ট্রাইব্যুনালের আদেশে তাকে আটক রাখা হয়।