Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকে হ্যাপী

ডিসেম্বর ১৪, ২০১৪, ১০:১৭ এএম


ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকে হ্যাপী

  জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপীর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেলের ফরেনসিক ডিপার্টমেন্টে নেয়া হয়েছে।

ফরেনসিক ডিপার্টমেন্টের প্রধান ডা. মোহাম্মদ হাবিবুজ্জামান চৌধুরী জানান, এটি একটি স্পর্শকাতর বিষয়, এ কারণে নারী সদস্যসহ তিন সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়েছে। সাধারণত এ ধরনের রির্পোট দেয়ার জন্য ৭ থেকে ১০ দিন সময় লাগে। আমরা চেষ্টা করবো যতো দ্রুত সম্ভব সততার সঙ্গে রির্পোটি দেয়ার।

রোববার দুপুর ১টার দিকে মিরপুর থানা পুলিশ ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে হ্যাপীকে ঢামেকে নিয়ে আসেন। এখানে আসার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য যে নমুনা নেয়া দরকার তা সংগ্রহ করা হয়।

উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টায় নাজনিন আক্তার হ্যাপী মিরপুর মডেল থানায় ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী নির্যাতন মামলা দায়ের করেন। মামলা নম্বর ৩৭।

এরপরই হ্যাপীকে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। ধর্ষণের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যই সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়।