Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

রুবেলের জামিন

জানুয়ারি ১১, ২০১৫, ০৭:৫১ এএম


রুবেলের জামিন

 

চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আকতার হ্যাপির করা নারী নির্যাতন মামলায় কারাগারে আটক জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের জামিন দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ।
 
রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন রুবেলের আইনজীবীরা। পরে শুনানি শেষে এ আদেশ দেন আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস।
 
গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান রুবেল। শুনানি শেষে রুবেলের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহাগর হাকিম আনোয়ার সাদাত।
 
এর আগে হ্যাপির করা মামলায় গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট থেকে চার সপ্তাহের আগাম অন্তর্বর্তীকালীন জামিন পান রুবেল। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রুবেল।
 
গত ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মিরপুর থানায় মামলা করেন হ্যাপি। 'বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক' গড়ার অভিযোগ আনা হয় রুবেলের বিরুদ্ধে। রুবেল অবশ্য এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। হ্যাপি নারী নির্যাতন আইনে মামলা করায় পুলিশের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষাও হয়েছে। ওই পরীক্ষার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হ্যাপিকে জোর করে যৌন সম্পর্কে বাধ্য করা হয়েছে,এমন কোনো আলামত চিকিৎসকরা পাননি। ২১ বছর বয়সী হ্যাপির দাবি, ফেসবুকের মাধ্যমে প্রায় এক বছর আগে তার সঙ্গে পরিচয় হয় রুবেলের। বিয়ের কথা বলে নয় মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রাখছিলেন রুবেল।