Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

সব জামিনের মেয়াদ বাড়ল 

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২১, ০৯:৫০ এএম


সব জামিনের মেয়াদ বাড়ল 

কোভিড-১৯ মহামারীর ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে চলমান সর্বাত্মক লকডাউনে বিভিন্ন মামলায় আসামিদের জামিনের মেয়াদ ও আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরো এক মাস বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।

এতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেগুলো কার্যকারিতার সময় পরবর্তী এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে হিসেবে বিবেচিত হবে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে এর আগে আরও পাঁচবার অন্তর্বর্তীকালীন সব আদেশ ও জামিনের মেয়াদ মেয়াদ বাড়ানো হয়েছিল।

এর আগে গত ৪ এপ্রিল, ১৮ এপ্রিল, ২ মে, ৩০ মে ও ২৭ জুন জামিন ও অন্তবর্তী সব আদেশের মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিজ্ঞপ্তি জরি করা হয়েছিল।


আমারসংবাদ/ইএফ