Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

শপথ নিয়েছেন ৯ বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২১, ১১:৫৫ এএম


শপথ নিয়েছেন ৯ বিচারপতি

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পাওয়া ৯ বিচারপতি শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থায়ী বিচারপতি হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

সুপ্রিমকোর্ট মুখপাত্র বলেন, “মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গতকাল সোমবার হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারককে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।”

মঙ্গলবার সুপ্রিমকোর্টের মূল ভবনের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাঁদেরকে শপথ পাঠ করান। তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ বিষয়ে সোমবার ১৮ অক্টোবর রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও  সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

২০১৯ সালের ২০ অক্টোবর এই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। পরদিন ২১ অক্টোবর সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।


আমারসংবাদ/ইএফ (বাসস)