Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

‘শুধু আসলাম আর গেলাম, তা হবে না’ হাইকোর্টের ক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৪, ২০২১, ০৯:৩৫ এএম


‘শুধু আসলাম আর গেলাম, তা হবে না’ হাইকোর্টের ক্ষোভ 

দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থপাচার মামলায় জারি করা রুলের জবাব দীর্ঘ আট মাসেও না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন  হাইকোর্ট। শুধু আসলাম আর গেলাম, তা হবে না। দেশ ও জাতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু একটা করতে হবে। এভাবেই ক্ষোভ প্রকাশ করে বাংলদেশ হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ।

রোববার (২৪ অক্টোবর) এ বিষয়ে এক শুনানিতে বিচারকরা এসব কথা বলেন।

এর আগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মোমিনুল হক সাঈদুলের বিরুদ্ধে গত ১৭ অক্টোবর প্রতিবেদন জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই প্রতিবেদনে গ্রহণ করে আদালতে আজ (রোববার) শুনানি হয়। শুনানির সময় বাকি ১৩ বিবাদী জবাব না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

ওই সময় আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, আদালতের আদেশ কেনো প্রতিপালন করা হয়নি? শুধু পুলিশ আদেশ প্রতিপালন করেছে। বাকিরা কোথায়? এটা ঠিক নয়, আমরা কোর্ট একটা আদেশ দিলাম…আমরা রুল দিয়েছি গত ২৮ ফেব্রুয়ারি। প্রায় এক বছর হয়ে গেল। রুলের জবাবটাই দাখিল করা হলো না। আর কী বলব। এ নিয়ে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না।

বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। বিষয়টি নিয়ে আমাদের ভাবতে হবে। শুধু আসলাম, গেলাম, তা তো না। দেশ ও জাতির জন্য কিছু করা দরকার, করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাকেই করতে হবে। এটা নিয়ে শুধু সরকার করবে, তা তো নয়। সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের।

পরে বাণিজ্য সচিবসহ ১৩ জনকে আগামী ২১ নভেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

 

আমারসংবাদ/ইএফ