জানুয়ারি ১৫, ২০১৫, ১০:৩৩ এএম
জন্মের সময়ে স্বাভাবিক ওজন থাকলেও ১০ মাসে ২০ কেজি ওজন হয়েছে বলে জানিয়েছেন কলম্বিয়ার চিকিৎসকরা।
চিকিৎসকরা জানান, জন্মের সময় তার ওজন ছিল ৬ পাউন্ড। কিন্ত জন্মের সপ্তাহখানেকের ব্যবধানে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে জুয়ানিতার ওজন। বর্তমানে মাত্র ১০ মাস বয়সে ওই কন্যা শিশুর ওজন ৪৪ পাউন্ড (প্রায় ২০ কেজি)।
চিকিৎসকদের মতে, সাধারণত ৫ বছরের বাচ্ছাদের ওজন হয় ২০ কেজি।
চাইল্ড গ্রোথ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক টম ফ্রাই বলেন, জুয়ানিতার বয়সে সাধারণত বাচ্ছাদের ওজন ১৯ পাউন্ড (সাড়ে ৮ কেজি) হয়। তার এই অস্বাভাবিক ওজন বৃদ্ধির ব্যাপারে চিকিৎসা করা না হলে আগামী ২ বছরের মধ্যে জুয়ানিতা ২ ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে।
বর্তমানে কলম্বিয়ার দাতা সংস্থা গরডিটস দ্য কোর্যাজনের সহযোগিতায় জুয়ানিতার চিকিৎসা করা হচ্ছে। সূত্র: ডেইলিমাইল