Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

উটের কামড়ে যুবকের মৃত্যু

জানুয়ারি ২০, ২০১৫, ০১:৩৭ পিএম


উটের কামড়ে যুবকের মৃত্যু

 

উটের ডাক শুনেছেন? হ্যাঁ বোধহয় কেউ বলবেন না!  তা এই আপাত নিরীহ, সাত চড়ে রা কাটে না, এমন শান্ত প্রাণীও রেগে গিয়ে যে কী কাণ্ড ঘটাতে পারে, তা দেখল ভারতের আহমেদাবাদের বাপুনগরের মানুষ৷

পোষা উটের কামড়ে প্রাণ গেল এক যুবকের। জখম উটের পরিচর্যাকারী ফুলা মেনা৷ তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম গোবিন্দ ত্রিবেদি (৪৫)৷

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, রোববার রাতে বাপুনগরের পোলট্রি ফার্ম রাস্তায় ফুটপাথে বাঁধা ছিল উটটি৷ জায়গাটির নাম থাক্কারনগর৷ সেখানেই বাড়ি রাজমিস্ত্রি গোবিন্দর৷ রাতে মদ্যপ গোবিন্দ টাল সামলাতে না পারে ফুটপাথে বাঁধা উটের ঘাড়ে পড়ে যায়৷ আর তাতেই প্রচণ্ড রেগে গোবিন্দর মাথায় মরণ কামড় দেয় উটটি৷ কাছেই ঘুমোচিছল উটের দেখভালের দায়িত্বে থাকা ফুলা মেনা৷ রাস্তার উলটো দিকে ছিলেন কালীদাস৷ গোবিন্দর চিত্কারে ছুটে আসেন তাঁরা৷ চলে আসে আরও অনেকে৷

কিন্তু এত জোড়ে গোবিন্দর মাথা কামড়ে ধরেছিল উটটি, যে বহু চেষ্টাতেও তা ছাড়াতে পারেননি কেউ৷ যতক্ষণে চোয়াল আলগা করে উটটি, ততক্ষণে শ্বাসবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল গোবিন্দর৷

এদিকে, গোবিন্দকে ছাড়াতে পায়ে উটের কামড় খায় ফুলা মেনা৷বাপুনগর থানার ইন্সপেক্টর পি ডি পারমার জানান, দুর্ঘটনায় মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ যদি তদন্তে এই ঘটনার পিছনে উট মালিকের গাফিলতি প্রমাণ হয়, তা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷