Amar Sangbad
ঢাকা বুধবার, ১৪ মে, ২০২৫,

ফুলশয্যায় যৌনতা কি জরুরি?

ফেব্রুয়ারি ২, ২০১৬, ১১:১২ পিএম


ফুলশয্যায় যৌনতা কি জরুরি?

বিয়ের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো ফুলশয্যা। আর এই ফুলশয্যা ব্যাপারটি নিয়ে মানুষের মধ্যে একটা অজানা উৎসাহ খেলা করে সবসময়। মনের মধ্যে অনেক সুপ্ত বাসনাও থাকে এই বিশেষ রাতকে কেন্দ্র করে। ভালোবাসা, যৌনতা, রোমাঞ্চ সব মিলিয়ে এক চরম সুন্দর অনুভূতিকে কল্পনা করেন সবাই এই ফুলশয্যার রাতের জন্য।

কিন্তু ব্যাপারটা কল্পনা করতে যতটা মধু মনে হয়, বাস্তব সবসময় তত সুন্দর হয় না। নানা কারণে নতুন দম্পতির মনের সব আশা পূর্ণতা পায় না ফুলশয্যার রাতে।

ব্রিটেনের মেডএক্সপ্রেস নামের একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষণায় বলা হয়, বিয়ের রাতে সেক্স বিষয়ে দারুণ দুশ্চিন্তায় থাকেন সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ৫৭ শতাংশ নারী বিয়ের রাতে যৌনকর্মে হতাশাজনক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন।

যদি প্রত্যেক নারী-পুরুষের বিয়ের রাতের সেক্স সত্যিকার অর্থেই দুশ্চিন্তা ও হতাশার কারণ হয়ে থাকে, তবে একেবারে সঠিক পরামর্শটিই দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিয়ের রাতে সেক্স না করাটাই সবচেয়ে ভালো। বাসর রাতের অপরিসীম আবেগ-অনুভূতিতে ভেসে যান। ফুলের বিছানা, জীবনসঙ্গীকে কাছে পাওয়া, একটা রোমান্টিক রাতের উষ্ণতা সবই উপভোগ করুন। এগুলো আজীবনের স্মৃতি হয়ে থাকবে। কিন্তু এ রাতে সেক্স থেকে দূরে থাকুন।