Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫,

মেয়েরা গোসল করার সময় যেসব চিন্তা করে

মে ৫, ২০১৬, ১১:০৬ এএম


মেয়েরা গোসল করার সময় যেসব চিন্তা করে

মেয়েরা গোসলের সময়ে এমন অনেক কিছুই চিন্তা করে যার কোনও ভিত্তি নেই। সাম্প্রতিক এক সমীক্ষায় এমনই কিছু তথ্য পাওয়া গিয়েছে। জানলে আপনি অবাক হয়ে যাবেন।

*দিন দিন মোটা হয়ে যাচ্ছি। পেটের কাছটায় কেমন চর্বি জমছে। ডায়েট কন্ট্রোল করতে হবে।
*আমি যদি একটু চেষ্টা করতাম তাহলে অনেক বড় শিল্পী হতে পারতাম। গানের গলাটা নেহাত খারাপ নয়।
*আজ কি চুলে শ্যাম্পু করার প্রয়োজন আছে? থাক দরকার নেই, দু’দিন পরে করলেও চলবে।
*হাতে সময় নেই। এখন কি চুলে কন্ডিশনার লাগানো ঠিক হবে? খুব চুল উঠছে। কী যে করি!
*ইদানীং শরীরের একদমই যত্ন নেওয়া হচ্ছে না। খুব তাড়াতাড়ি একবার পার্লারে যেতে হবে।
*ওয়েক্সিং করানো খুবই জরুরি। কিন্তু করাটা ঠিক হবে কি না বুঝতে পারছি না!
*আজ তোয়ালেটা ভেজা নয় তো? রোজই ভাবি শুকিয়ে রাখব আগে থেকে, মনে থাকে না।
*ইস্ গোটা বাথরুমটা ভিজে গিয়েছে। এত ভেজা বাথরুমে স্নান করতে একদম ভাল লাগে না।