Amar Sangbad
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫,

রূপচর্চায় ব্যবহার করতে পারেন দই

নভেম্বর ২৫, ২০১৬, ০৬:০১ পিএম


রূপচর্চায় ব্যবহার করতে পারেন দই

ত্বকের পরম বন্ধু দই। যারা রূপচর্চার পেছনে খুব বেশি সময় ব্যয় করতে চান না অথচ সুস্থ ও সুন্দর ত্বক চান তারা নিশ্চিন্তে নির্ভর করতে পারেন দই এর উপর। রূপচর্চায় দই অসাধারণ কার্যকরী। দইয়ের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা যায় নানা রকম সৌন্দর্যচর্চার উপাদান। রূপচর্চাবিষয়ক কিছু পদ্ধতি এখানে দেয়া হল।

খুশকি দূর করতেঃ-
দইয়ের সঙ্গে খানিকটা লেবুর রস এবং এক চিমটি লবণ মিশিয়ে প্যাক তৈরি করে তা চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেললেই পার্থক্য চোখে পড়বে। তাছাড়া মাথার ত্বকের শুষ্কভাব দূর করতে দইয়ের সঙ্গে পরিমাণ মতো অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে মাথার ত্বক আর্দ্র হবে এবং খুশকিও কমবে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতেঃ-
প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে পরিচিত দই। রোদেপোড়া ত্বকের কালচেভাব দূর করে ত্বক উজ্জ্বল করে তুলতে সাহায্য করে দই। আরো ভালো ফলাফল পেতে কমলার খোসা মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এই মিশ্রণ ব্যবহারে ত্বকের রং উজ্জ্বল হবে। দইয়ে থাকা জিঙ্ক রোদের কারণে ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলতে সাহায্য করে।

প্রাকৃতিক এক্সফলিয়েটরঃ-
দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বকের পোড়া দাগ ও লালচেভাব দূর করে ত্বক কোমল রাখতে সাহায্য করে। ওটমিল পাউডার এবং ডিমের সাদা অংশ দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করে নিতে পারেন স্ক্রাবার। সপ্তাহে দু’বার ব্যবহারেই ত্বকের পার্থক্য চোখে পড়বে সবার।

শুষ্ক ত্বকের জন্যঃ-
শুধু শীতেই ঠোঁট ফাটবে এমনটা ভাবা ঠিক নয়। গ্রীষ্মেও ঠোঁট আর্দ্রতা হারায়। সামান্য জাফরানের সঙ্গে দই মিশিয়ে ঠোঁটে মেখে ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। ঠোঁট আর্দ্রতা ফিরে পাবে।