Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫,

জিন্স কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা উচিৎ

ডিসেম্বর ২৮, ২০১৬, ০৭:৪০ পিএম


জিন্স কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা উচিৎ

  ছেলে হোক বা মেয়ে, পছন্দের পোশাকের তালিকায় সব সময়ই সবার উপরে থাকে জিন্স। জিন্সেই কেটে যেতে পারে সারাজীবন। দিনক্ষণ মাপতে হয় না জিন্স পরার জন্য।

যে কোনও অনুষ্ঠানই হোক, জিন্স পরিধান করা যায়। চটপট সাজে জাদু করতে জিন্স আর টি-শার্টই যথেষ্ট। এক জিন্সে কবে যে বছর কেটে যায়, বোঝা যায় না।

তবে জিন্স কেনার আগে কী কী বিষয় মাথায় রাখা উচিত জেনে নিন—

সঠিক ব্র্যান্ড নির্বাচন
জিন্স কেনার আগে ব্র্যান্ড নিয়ে সচেতন থাকুন। এমন অনেক ব্র্যান্ডের জিন্স আছে, যা ততটা ভালো নয়। তবে ফ্যাশনের তাগিদে বার বার ব্র্যান্ড পালটানো উচিত নয়।

ম্যাটেরিয়াল দেখে নিন
হাজারটা ব্র্যান্ড ও একাধিক জিন্সের মধ্যে কোয়ালিটি জিন্স বেছে নেওয়া জরুরি। তবে কাজটা খুব একটা সহজ নয়। অনেক সময়ই ভুল নির্বাচন হয়। ফলত, অহেতুক টাকা পকেট থেকে বেরিয়ে যায়। কিন্তু জিন্স পরে যদি আরামই না পান, তবে তা জাস্ট বেকার টাকা খরচ।

সাইজ মতো কাটছাঁট
জিন্স কেনা হলেও তার ঠিকঠাক ফিটিংস জরুরি। নয়তো আপনার লুকস একদম মাটি হয়ে যাবে। তাই দেখেশুনে ফিটিংস জিন্স কিনুন, নয়তো কেনার পর ঠিকঠাক ফিটিংস করিয়ে নিন।

সঠিক রং বেছে নিন
পছন্দের যে কোনও রঙের জিন্সকেই স্টাইলিশ করে তোলা যায়। তাতেই সাজ হয় পারফেক্ট। তবে জিন্স কেনার আগে তার রং দেখে নিন। রাংধনুর সাত রং যদি একটি জিন্সে থাকে, তবে তা মোটেই মানানসই হবে না। এখন অনেক রঙের জিন্সই বাজারে মেলে। লাল, নীল, হলুদ, সবুজ, কোনও কিছুই যেন বাদ পরেনি। তবে একরঙা জিন্সই বেস্ট। সে নীলই হোক বা কালো।

স্টাইল থাকুক তার নিজের জায়গায়
হাজারটা স্টাইলের জিন্স। পায়ের দিকটা কোঁচকানো। কোনওটা আবার একটু ছেঁড়া ছেঁড়া। এটাই নাকি আজকালকার ফ্যাশন। এই ফ্যাশনে গা না ভাসিয়ে জিন্স কিনুন নিজের ফ্যাশন বজায় রেখে।

সময়মতো জিন্স পরিষ্কার
জিন্স এমন এক পোশাক যা মোটামুটি বেশ কয়েকবার পরা যায়। ধোয়াধুয়ির ঝামেলা কম। এমনটা ভাববেন না। সময়মতো পরিষ্কারে আপনার জিন্সের রং ও কাপড় দুটোই ঠিক থাকবে। তবে ওয়াশিং মেশিনে নয়, প্রিয় জিন্সের আয়ু বাড়তে তা হাত দিয়েই পরিষ্কার করুন।