Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

খিদে কমানোর কৌশল

ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৯:৪৭ পিএম


খিদে কমানোর কৌশল

  বেশির ভাগ মানুষের কাছেই ওজন কমানো একটা বড় সমস্যা। কারণ খাওয়ার ওপর নিয়ন্ত্রণ রাখাটা কঠিন কাজ। যখন মানুষের খিদেপায়, তখন সামনে যা কিছু পায় তাই খায়, সেটা যতই অস্বাস্থ্যকর হোক না কেন। যদি স্বাভাবিক উপায়ে আপনি আপনার খিদে পাওয়াটা কমাতে পারেন, তাহলে আপনার খাওয়ার পরিমাণটাও কমাতের পারেন।

নিয়ম করে খেলেও খিদে কমানো যায়। কম খাওয়ার অভ্যেস করার কিছু কৌশল। কৌশলগুলো পালন করলে, আপনার শরীরে বাড়তি ক্যালোরির প্রবেশ বন্ধ হবে। যা আপনার ওজন কমাতে সাহয্য করবে। এ কৌশলগুলো মেনে চললে আপনার অতিরিক্ত খিদেও কমে যাবে। আর এ কৌশল গুলো স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না।

মাঝে মধ্যে চা বা কফির কাপে চুমুক : চা ও কফি, এমন পানীয় যা খিদে মেরে ফেলে। নিয়মিত রুপে যদি চা বা কফির কাপরে চুমুক দেন, তাহলে আপনার খিদে পাবে না খুব। খেয়াল রাখবেন, এই পানীয়গুলোয় যেন অল্প চিনি দেওয়া থাকে।

আস্তে খান : আপনি যদি তাড়াহুড়ো করে খাওয়ার খান, তাহলে সেটা গেলার মতো হয়ে দাঁড়ায়, এবং চট করে পেট ভরে যায়। এর পরে আবার ক্ষিধেও পেয়ে যায়, তাড়াতাড়ি। এটা আরও ক্ষতিকারক। তাই সঠিক উপায় হল, যখন খাবেন ধীরে সুস্থ্যে খান, এবং খাবারটা বেশ উপভোগ করুন, যাতে একটা তৃপ্তি আসে। পেটের সঙ্গে মনটাও ভরে।

প্রতি ঘণ্টায় পানি পান করুন : প্রতি ঘণ্টায় এক গ্লাস করে পানি পান করুন। এতে আপনার শরীরে জমা যত আবর্জনা ধুয়ে বেরিয়ে যায়, এবং আপনার একটা পেটটা ভরে আছে অনুভূতি হয়। শরীর যথেষ্ট মাত্রায় আদ্র রাখলে, আপনার কখনই ক্ষুধার্ত বোধ হবে না।
সব কিছুতে দারচিনি দিন: দারচিনি একটা খুব স্বাস্থ্যকর মশলা, যা আপনার রক্তে চিনির মাত্রা সঠিক বজায় রাখে। তার মানে এটা আপনার হজম করার গতিটা একটু আস্তে করে দেয়, যাতে আপনার অনেকক্ষণ অবধি ক্ষিধে পেতে দেয় না।

চিনি বর্জন করুন : চিনি আপনার শরীরে শক্তির মাত্রা হঠাৎ বাড়ায়, বা কম হলে, শক্তির মাত্রা হঠাৎ করে কমিয়ে দিতে পারে। যখন চিনির মাত্রা পড়ে যায়, তখন আমাদের খিদে পায়ে। তাই চিনি থেকে দূরে থাকাই ভাল।

সব সময় ফাইবার যুক্ত খাবার খান : খাবারে থাকা ফাইবার ভেঙে, হজম হতে সময় লাগে। তাই, আপনি যখন কোনো ফাইবার সমৃদ্ধ খাবার খান, সেটা আপনাকে অনেক বেশি সময়ের জন্য পেট ভর্তি থাকার অনুভূতি দেয়।

রস বানিয়ে খাওয়ার থেকে, গোটা ফল খান : আপনি যদি আপনার হঠাৎ খিদে মেটাতে ফল খান, গোটা ফল খাওয়ার চেষ্টা করুন, রস না। রস তরল, ও তাতে কোনো ফাইবার থাকে না। তাই সেটা চট করে হজম হয়ে যায়। গোটা ফল খেলে, ক্যালোরির পরিমাণ একই থাকবে, শুধু পেটটা অনেক বেশি সময়ের জন্য ভরা থাকার অনুভূতি দেবে।