আমার সংবাদ ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০১৮, ১১:৪৪ এএম
বাইরে লু আর ঘরে ভ্যাপসা গরম। কোথায় গিয়ে শান্তি পাবেন বুঝতে পারছেন না তো? জেনে নিন এই গরমে ঘরোয়া উপায়ে ঘর ঠাণ্ডা রাখার উপায়-
*প্রথমেই আপনার যেটা করা উচিত সেটা হল প্রথমেই আপনি দেখুন আপনার বাড়ির চরপাশে গাছপালা আছে কি না। যদি না থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ির চারপাশে গাছপালা লাগানোর ব্যবস্থা করুন। কারণ গাছ আপনার বাড়িকে ঠাণ্ডা রাখবে।পূর্ব-পশ্চিমে ছায়া দিতে পারে এমন গাছ লাগালে সূর্যের তাপ থেকে আপনার বাড়ি রক্ষা পাবে।
*বাড়িতে যদি গাছপালা না থাকে তাহলে বাড়ির প্রত্যেকটা জানালায় পর্দা লাগান। কারণ পর্দার ফলে সূর্যের তাপ ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না।
*পূর্ব ও পশ্চিমের জানালাগুলি দিয়ে রোদ বেশি আসে। তাই ছায়ার জন্য সানশেড বা ছাউনির ব্যবস্থা করুন।
*আপনার বাড়ির যে জানালাগুলি দিয়ে সবচেয়ে বেশি বাতাস আসা যাওয়া করে সেটি খেয়াল রাখুন। দুপুর ছাড়া বাকি সময়ে এই জানলাগুলি আপনি খোলা রাখার চেষ্টা করুন। কারণ দুপুরবেলায় জানলা দিয়ে যে হাওয়া আসে তা গরম হওয়ার সম্ভবনা বেশি থাকে। এছাড়া বাকি সময়ে জানালাগুলি খুলে রাখুন। এরফলে আপনার ঘরে বাতাস আসা যাওয়া করবে।
*দু’টি প্লাস্টিকের বোতল নিন। এবার বোতলের পিছনের অংশ গুলি কেটে নিন। তার মধ্যে বরফ দিয়ে ফ্যানের পিছনে লাগিয়ে দিন। দেখবেন বরফ গলতে শুরু করবে এবং ঠান্ডা হাওয়া আসবে।
*বেশ কিছু ইন্ডোর প্লান্ট রয়েছে, যা বাড়িতে থাকলে তা ঘরকে ঠান্ডা রাখে। যেমন অ্যালোভেরা, বস্টন ফার্ন, স্নেক প্লান্ট, উইপিং ফিগ, অ্যারিকা পাম ইত্যাদি। এই গাছগুলি ঘরের বাতাসকেও শুদ্ধ করে।
*দিনে দু’বার ঘর ও জানলার স্ল্যাব মুছুন। এতে ঘর ঠান্ডা হবে।
*বিছানার চাদর হিসেবে সাদা লিনেন কাপড় বা হালকা রঙের পাতলা চাদর ব্যবহার করুন। সাদা ও হালকা রঙের কাপড়ের তাপ প্রতিফলিত করে। হালকা রঙের সুতির চাদর বিছানা ঠান্ডা রাখে। বেডকভার ও বেডশিট নিয়মিত বদলান।
*কাজ না থাকলে কম্পিউটার ও ল্যাপটপ বন্ধ করে রাখুন। কম্পিউটার ও ল্যাপটপ চালু থাকলে প্রচুর তাপ উৎপন্ন হয়। যা ঘর গরম করে। রাতের বেলা টেবিল ফ্যান জানালার কাছে চালিয়ে দিন। এটি বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসবে এবং ঘরের অসহনীয় গরম দূর হবে।