Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

শিশুর কান্না থামানোর উপায়

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ১১:৩০ এএম


শিশুর কান্না থামানোর উপায়

শিশু কথা বলতে পারার আগে পর্যন্ত হাসি-কান্নাই তাদের ভাষা। হেসে যেমন তারা তাদের আনন্দ প্রকাশ করেন, তেমনই কান্না দিয়ে বোঝানোর চেষ্টা করেন তাদের সমস্যা গুলো। তবে দেখা যায় মাঝে মাঝে শিশুরা অতিরিক্ত কাঁদতে থাকে। তখন আর কোনোভাবেই থামানো যায় না তাদের। 

এই নিয়ে অনেক সময় চিন্তিত হয়ে পড়েন বাবা-মা। তবে এতে চিন্তার কোনো কারণ নেই। কারণ নিজের অনুভূতি প্রকাশের জন্য শিশু কান্না করে। শিশু বেশি কান্না করলে শিশুকে স্বাভাবিক করার কিছু কৌশল জানিয়েছেন  স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ড স্কাই।

চলুন জেনে নেই উপায়গুলো-

* প্রথমে শিশুকে খেলনা দিয়ে কান্না থামানোর চেষ্টা করুন। কারণ অনেক সময় খেলনা পেলে শিশুর কান্না থেমে যায়। 

* শিশুর অবস্থান পরিবর্তন করুন। শোয়া অবস্থায় শিশু কান্না করলে তাকে বসিয়ে দিন। বসা অবস্থায় কান্না শুরু করলে তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করুন। দেখবেন স্বাভাবিক হয়ে গেছে।

* শিশুকে কোলে নিয়ে আলতো করে হাত চাপড়ে তাকে আশ্বস্ত করুন যে, সে একদম ঠিক আছে। তার ভয়ের কিছু নেই। 

* কান্না শুরু করলে তার সামনে যে কোনো গান করুন বা আপনার পছন্দের একটি কবিতা বলতে পারেন। ঘুমপাড়ানি গান গুনগুন করেও করতে পারেন। দেখবেন আপনার সন্তান ধীরে ধীরে শান্ত হয়ে যাবে।

আমারসংবাদ/এডি