Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

জেনেনিন কোন দেশের মেয়েরা বেশি সুন্দর

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১১, ২০২১, ১১:৪৫ এএম


 জেনেনিন কোন দেশের মেয়েরা বেশি সুন্দর

সৌন্দর্য সবার কাছেই আশির্বাদস্বরুপ।সৌন্দর্যের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। এরপরও সৌন্দর্যের কিছু মানদণ্ড ঠিক করে বিশ্বের সেরা সুন্দরীদের পুরস্কৃত করা হয়। সেই হিসেবে কোন কোন দেশের মেয়েদের বেশি সুন্দর বলা যায় জেনে নিনমানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহ তায়ালা অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন। সুন্দর নারী এবং পুরুষ পৃথিবীর সব দেশেই রয়েছে। তবে এটা সত্য যে কিছু দেশ এবং জাতি ভাগ্যবান যে তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীর তুলনায় অনেক সুন্দরী।এ রকম সুন্দরী নারীদের দেশের কয়েকটি তালিকা নিম্নে দেয়া হল:

১. ব্রাজিল: ব্রাজিলের ল্যাটিন অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল নারী আছে, আর আপনি সেই স্থানের মধ্যে খুঁজে পাবেন বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদেরকে। তাদের সবাই স্বর্ণকেশী, শ্যামাঙ্গিনী নারী যারা কিনা তাদের সেক্সি, খেলাধুলার জন্য উপযোগী এবং খুব আকর্ষণীয় দেহের জন্য বেশ পরিচিত।

২.রাশিয়া: রাশিয়ান নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবীদার তাদের লোভনীয় চোখ, নিশ্ছিদ্র পরিষ্কার ত্বক, ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের জন্য।

৩.আর্জেন্টিনা: আর্জেন্টিনার নারীরা সৌন্দর্য সচেতন নারী হিসেবে খুব জনপ্রিয়, সর্বদা তারা তাদের ত্বক এবং চুলের যত্ন করে এবং মনোযোগ দেয়, তাদেরকে যাতে সবচাইতে সেরা সুন্দরী দেখায় এসবের দিকেই তাদের বেশি ঝোঁক। এছাড়াও তারা সর্বশেষ ফ্যাশন চলন, প্রবণতার সাথে তাল মিলিয়ে চলে।

৪.ভেনেজুয়েলা: মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ীর দেশ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ, যারা সাধারণত লম্বা, স্লিম শরীরের সাথে আবেদনময়ি চেহারার অধিকারিণী হয়ে থাকে।

৫.দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে নিষ্পাপ তরুণীদের মতো, তাদের ন্যাকাসুলভ সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধুসুলভ এবং মনোরম ব্যক্তিত্ব। তাদের ত্বক ফর্সা এবং পরিষ্কার এবং এর সাথে রয়েছে ঝলমলে কালো চুল এবং খুব আকর্ষণীয় শারীরিক গঠন এবং মাঝারি উচ্চতা।

৬.সার্বিয়া: স্লাভিক এবং ভূমধ্য বংশগতি সার্বিয়া মেয়েদের প্রধান বৈশিষ্ট্য। তাদের অধিকাংশই, প্রায় ৯৯ শতাংশ আছে লম্বা এবং সুন্দর ফিগার এবং আকৃষ্টকারী, আবেদনময়ি, আকর্ষণীয় চোখ।

৭.আমেরিকা: আমেরিকার মেয়েরাও সৌন্দর্যের শক্তিতে অনেক এগিয়ে। আটবার মিস ইউনিভার্স এবং তিনবার মিস ওয়ার্ল্ড হয়েছেন সে দেশের মেয়েরা। তাই বেশি সুন্দরীদের দেশের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

৮. ভারত: রিটা ফারিয়া (১৯৬৬) থেকে শুরু করে রাই বচ্চন (১৯৯৪), ডায়না হেডেন (১৯৯৭), যুক্তামুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) পর্যন্ত মোট পাঁচজন ভারতীয় সুন্দরী এ পর্যন্ত মিস ওয়ার্ল্ড হয়েছেন। মিস ইউনিভার্স হয়েছেন দুজন– সুস্মিতা সেন (১৯৯৪) ও লারা দত্ত (২০০০)। সেরা সুন্দরীদের প্রতিযোগীতায় সাতবার যে দেশের মেয়েরা সেরা হয়েছেন, সে দেশকে তৃতীয় সেরা অনিন্দ্য সুন্দরীদের দেশ না বলে উপায় আছে কি।

৯. পুয়ের্তো রিকো: মাত্র ৯ হাজার ১০৪ বর্গ কিলোমিটারের দেশ পুয়ের্তো রিকোর সুন্দরীদের খ্যাতি বিশ্বের অনেক বড় এবং শক্তিশালী দেশের মেয়েদের চেয়ে বেশি। মিস ওয়ার্ল্ড এবং মিস ইউনিভার্স প্রতিযোগিতা জয়ের মানদণ্ডে পুয়ের্তো রিকো বিশ্বের চতুর্থ সেরা সুন্দরীদের দেশ। এ পর্যন্ত পাঁচবার মিস ইউনিভার্স এবং একবার মিস ওয়ার্ল্ড মিলিয়ে মোট ছয় বার সেরা সুন্দরী হয়েছেন পুয়ের্তো রিকোর মেয়েরা।

১০. সুইডেন: বিশ্বের প্রায় সব বিষয়েই পরিসংখ্যান এবং তুলনামূলক প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ডঅ্যাটলাস ডটকম। বেশি সুন্দরীদের দেশ হিসেবে তাদের বিবেচনায় যুক্তরাজ্যের পরেই রয়েছে সুইডেন। সুইডেনের মেয়েরা এ পর্যন্ত ছয় বার সুন্দরীদের বিশ্ব শিরোপা জিতেছে। তিনবার জিতেছে মিস ওয়ার্ল্ড আর বাকি তিনবার মিস ইউনিভার্স।

১১. ব্রিটেন: কোন দেশের মেয়েরা বেশি সুন্দর তা কীভাবে নিরূপণ করা যায়? ওয়ার্ল্ড অ্যাটলাস ডটকম খুব সহজ অথচ সর্বজনস্বীকৃত একটি পথ বেছে নিয়েছে। যেসব দেশের মেয়েরা স ওয়ার্ল্ ও মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে, তাদেরই এই স্বীকৃতি দিয়েছে তারা। তাতে ছয় নম্বর স্থানটি পেয়েছে ব্রিটেন। এ পর্যন্ত পাঁচবার মিস ওয়ার্ল্ড জিতেছে ব্রিটেনের মেয়েরা।

আমারসংবাদ/এএজে