Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আলিফা বনি’র দুই কবিতা

আলিফা বনি

নভেম্বর ২০, ২০১৯, ১২:০১ পিএম


আলিফা বনি’র দুই কবিতা অসম প্রেম লোকটি না হয় ষাটোর্ধ্ব, মেয়েটি সদ্য কৈশোরপেরুনো; তাতে কী! প্রেম হতে নেই? পুকুরের টলমলে জলে ভেসে থাকা শেওলা ফুলের প্রেমে পড়া যায়, মধ্যদুপুরের রোদে তৃষ্ণায় কাতর চড়ুইপাখিটির প্রেমে পড়া যায়; শরতের আকাশে উড়েবেড়ানো কাশফুলের মতো শাদা মেঘের প্রেমে পড়া যায়, লক্ষ তারার মাঝে পাহারাদার ওই চাঁদটিরও প্রেমে পড়া যায়; মুগ্ধতার মাঝেই তো প্রেম, যাকে উপলব্ধি করা যায় তার মাঝেই প্রেম; বন্ধ চোখের সামনে এঁকে যায় যার ছবি, সময়ে অসময়ে যার সুর বেজে ওঠে— মর্মে মর্মে কী যে সুমধুর, তার মাঝেই প্রেম, হ্যাঁ তারই মাঝেই প্রেম! আমি নিভৃতচারিণী আমাকে সঙ্গ দেয়— সীমাহীন নীলাকাশ, ভোরের স্নিগ্ধ বাতাস। আমাকে সঙ্গ দেয়— পাখির কিচিরমিচির, শীতের নিশির শিশির। আমাকে সঙ্গ দেয়— শাাদা মেঘের ভেলা, রঙিন ফুলের মেলা। আমাকে সঙ্গ দেয়— আঁধার রাতের তারা, লক্ষ্য আর স্বপ্নরা। আমাকে সঙ্গ দেয়— গোধূলির রক্তাভ দিনমণি, আমি যে নিভৃতচারিণী! আরও পড়ুন: সাদাত সাদি’র দুই কবিতা আরআর