Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

দুর্গাপুরে শেষ হলো পথ পাঠাগারের ভ্রাম্যমাণ বই মেলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২০, ১২:০০ পিএম


দুর্গাপুরে শেষ হলো পথ পাঠাগারের ভ্রাম্যমাণ বই মেলা

নেত্রকোনার দুর্গাপুরে মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে স্থানীয় সাহিত্য সংগঠন ‘পথ পাঠাগার’ এর আয়োজনে শেষ হল ২দিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। 

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে স্থানীয় কবিদের বই প্রদানের মাধ্যমে এ মেলা শেষ হয়। 

এ উপলক্ষে ‘বঙ্গবন্ধুকে জানো-দেশকে ভালোবাসো’ এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর লিখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ সহ বঙ্গবন্ধুর জীবন ও ধর্মভিত্তিক হাজারো রকমের বই নিয়ে ভ্রাম্যমাণ এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, এএসপি মাহমুদা শারমীন নেলী, ওসি শাহ নুর-এ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, পথ পাঠাগার এর সভাপতি কবি ও সাংবাদিক নাজমুল হুদা সারোয়ার প্রমূখ। 

আমারসংবাদ/কেএস