Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

সন্দেহ

মো: জাহাঙ্গীর কবির

সেপ্টেম্বর ৬, ২০২১, ১১:৪০ এএম


সন্দেহ

গুটিগুটি পায়ে সন্দেহ হাঁটে..
কোথায় যাচ্ছো গো? কোনদিকে?

সবদিকে, সর্বত্রই আমার বাস!
মানুষের মাঝে দ্বন্দ্বী মনোভাব সৃষ্টিই আমার কাজ!
বলতে পারো, আমি এক মহাসন্ত্রাস!

ও আচ্ছা..
অবশ্য কমবেশি তা সবারই জানা।
কিন্তু এই সাতসকালে যাচ্ছো কোথা?

হা..হা.., কী যে বলো?
আমার আবার সকাল, বিকাল, ইহকাল, পরকাল!
ওসব কালের আকালে আমি নেই বাপু!
মানুষের মগজে যখন-তখন সুঁই হয়ে ঢুকি
ফাল হয়ে রুখি!

তাতে তোমার কী এমন লাভ শুনি..

সহজ হিসাব..
তুমি যাকে লাভ বলো, আমি তাকে ক্ষতি বলি, তুমি
যাকে ক্ষতি বলো, আমি তাকে লাভ বলি।
এবার চলি..

আরে দাঁড়াও, দাঁড়াও..
মতির বউ মরলো কেন বলে তো যাও!

ওটাই আমার লাভ, মতি এবং জ্যোতির জন্য ক্ষতি!
বাকিটা জানে ইবলিস!
আমি তার প্রতিনিধিমাত্র, ক্ষুদ্র অতি!

গুটিগুটি পায়ে সন্দেহ হাঁটে..
ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, দুনিয়ার ঘাটে ঘাটে!

আমারসংবাদ/এআই