Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ধর্মের মন্ত্র

অক্টোবর ১৮, ২০২১, ০৩:০০ পিএম


ধর্মের মন্ত্র

ধর্মকে তুমি কঠিন বানাও, লাগাতার করো ষড়যন্ত্র

তুমি কি জানো না? ভালোবাসা হলো সকল ধর্মের মন্ত্র।

একই দেশে থাকি মোরা একই ভাবেই তো শ্বাস নেই;

দিনশেষে অট্টহেসে এক সাথেই তো আড্ডা দেই।

আমার থাকে হাতে তাসবিহ না হয় তোমায় থাকে গলায়;

তোমার আমার পার্থক্য না হয় সামান্য কিছু বলায়।

মাটি দিয়েই তৈরি দেহ, দু’জনে মানুষ বলেই তো গণ্য;

তবুও কেনো বাড়াবাড়ি ধর্মকে বানাও পণ্য।

শুনো হে হিন্দু-মুসলিম,

যতই করো পুন্যের কাজ, যতই করো স্রষ্টার ধ্যান;

ধর্মকে যদি বিক্রিই করো কি লাভ শিখে ধর্মের জ্ঞান?