Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

বইমেলায় আসছে আহমেদ শিমুর দ্য ব্লাক চ্যাপ্টার অফ লাইফ 

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২২, ০৪:২০ পিএম


বইমেলায় আসছে আহমেদ শিমুর দ্য ব্লাক চ্যাপ্টার অফ লাইফ 

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য বইমেলায় আসছে লেখক আহমেদ শিমুর দ্য ব্লাক চ্যাপ্টার অফ লাইফ। সাদিতউজ্জামানের প্রচ্ছদে এই বইটির দেখা মিলবে বইমেলার এশিয়া পাবলিকেশন্সের স্টলে। 

দ্য ব্লাক চ্যাপ্টার অফ লাইফ মূলত থ্রিলার জনরার উপন্যাস। উপন্যাসটির শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়েছে একটি খুনের রহস্য বের করার মাধ্যমে। যেই রহস্য বের করতে গিয়ে বেড়িয়ে এসেছে বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। একের পর এক হচ্ছে খুন। সেসবের রহস্য জানতে চাইলে বইটি পড়তে হবে। 

এছাড়াও মূল থিমকে ঠিক রেখে উপন্যাসটিতে 'নিতু' চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অটিজম বাচ্চার জীবনের নির্মমতা। 'তামান্না' চরিত্রটি কাউকে অন্ধ বিশ্বাস করে ঠকে যাবার গল্প। মূল নারী চরিত্র 'বন্যা' যার জীবনে হাজারো কষ্টের মাঝে তিনি কখনো আত্মহত্যার কথা ভাবেননি বরং ঘুরে দাঁড়িয়েছেন এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিভিন্ন ক্ষেত্ৰে। সবচেয়ে মজার চরিত্র 'মেহেদি' যার সমন্ধে জানতে গিয়ে পাঠক থমকে যাবে বলে লেখকের বিশ্বাস। বের হয়ে আসবে অন্য এক অধ্যায়। এই উপন্যাসের প্রতিটি চরিত্রই আমাদের সমাজের হয়ে কথা বলবে।

পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেন, 'বইটি  আমি তৃপ্তি নিয়ে লেখা শেষ করেছি। বাকিটা আমার পাঠক বলবেন। আশা করি বইটি পাঠকমহলে সাড়া ফেলবে। বই পড়ুন, ভালো লাগলে পরিচিতদের বই সম্পর্কে জানান। ছড়িয়ে দিন বইয়ের কথাগুলো। এটাই লেখকের লেখার স্বার্থকতা। 
 
ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে বইটি। রকমারিতে ৩৭০টি বইয়ের মধ্যে পাঁচ নম্বর  এবং উপন্যাসগুলোর মধ্যে দ্বিতীয় বেস্ট সেলার অবস্থানে রয়েছে। বইটি নিয়ে লেখক আহমেদ শিমু বেশ আশাবাদী।

আমারসংবাদ/এমএস