Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

অষ্টগ্রামে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জানুয়ারি ২১, ২০২১, ১১:০০ এএম


অষ্টগ্রামে ছাত্রসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অহিংস ছাত্র রাজনীতির মডেল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল‍্যের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালীটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন আল মুয়াজ্জেম রহ. জামে মসজিদ থেকে শুরু হয়ে হযরত শাহ কুতুব রহ. মাজার শরীফ প্রাঙ্গনে গিয়ে আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন-বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি আজহার আশরাফী।

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব হযরত মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী।

অষ্টগ্রাম বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অতিথি হিসেবে অন্যান্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম বড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও অষ্টগ্রাম উপজেলা সুন্নী ইমাম উলামা পরিষদের আহ্বায়ক হযরত মাওলানা কাজী আব্দুল হাফিজ (গফুর), আহলে সুন্নাত ওয়াল জামা'আত পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সভাপতি হযরত মাওলানা কাজী আব্দুল কুদ্দুস আশরাফী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট অষ্টগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস চিশতী, বাংলাদেশ ইসলামী যুবসেনা অষ্টগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা সাইদুল হক মুতায়িদ সাদি।

আলোচনা সভায় আমন্ত্রিত নেতৃবৃন্দ ছাত্রসেনার বিভিন্ন আদর্শিক দিক তুলে ধরে ছাত্রসমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে ছাত্রসেনার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করা হয়।

এসময় ছাত্রসেনার নেতৃবৃন্দের মধ‍্যে উপস্থিত ছিলেন-আব্দুস সামাদ শাহ্ ফকির, হাফেজ মাওলানা মুহাম্মদ আল আমিন, মাওলানা মুহাম্মদ মুসা খান, ইয়াসিন মোনাওয়ার আশরাফীসহ বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আমারসংবাদ/এআই