পথশিশু নিয়ে লিডোর আলোচনা সভা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৬:৪৯ পিএম
পথশিশু নিয়ে লিডোর আলোচনা সভা

পথশিশুদের নিয়ে লিডো’র উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আগারগাঁও সমাজসেবা অফিসের পদ্মা সভাকক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে ঢাকায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার শিশু অধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। তারা পথশিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, পুনর্বাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত প্রকাশ করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিশু ও মানবাধিকারকর্মী এবং সাংবাদিকদের একটি দল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ