পথশিশুদের নিয়ে লিডো’র উদ্যোগে একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে আগারগাঁও সমাজসেবা অফিসের পদ্মা সভাকক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে ঢাকায় কর্মরত বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার শিশু অধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। তারা পথশিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা, পুনর্বাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিশু ও মানবাধিকারকর্মী এবং সাংবাদিকদের একটি দল উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ