চুয়াডাঙ্গায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রকাশিত: জুলাই ২৪, ২০২২, ০২:০০ পিএম
চুয়াডাঙ্গায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামের (২২) এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার দুপুর পৌনে ১২টার সময় জীবননগর উপজেলার পিয়ারাতলা নামক স্থানে মা-বাবা এগ্রো ফুড নামের একটি অটোরাইচ মিলে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন জীবননগর উপজেলার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা এগ্রো ফুডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী মো. রাকিব হাসান জানান, ফয়সাল হোসেন আজ রোববার বেলা পৌনে ১২ টার সময় মা-বাবা এগ্রো ফুডের পুরাতন একটি বয়লারে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ করেই বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত বয়লারের আঘাতে ফয়সাল হোসেনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক বলেন, জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

কেএস