দুইদিন পর নিখোঁজ পর্যটক মারুফের মৃতদেহ উদ্ধার

সফিউল আলম, কক্সবাজার প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২, ০৪:০৭ পিএম
দুইদিন পর নিখোঁজ পর্যটক মারুফের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মারুফের মৃতদেহ দুইদিন পর উদ্ধার হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) দুপুর পৌণে ১ টায় কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম মোল্লা।

উদ্ধার হওয়া মো. মারুফ আহমদ (১৯), গাজীপুর জেলার কাপাসিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে এবং গাজীপুর মেট্টোপলিটন কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী।

সোমবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে মো. মারুফ আহমদ সহ তিন বন্ধু মিলে গোসলে নামে। এক পর্যায়ে সাগরের উত্তাল ঢেউয়ের স্রোতের টানে তারা ভেসে যেতে থাকে। এসময় মো. মাসুম নামের একজন কোন রকম চেষ্টা করে কূলে উঠে আসলেও অপর দুইজন ভেসে যেতে থাকে।

পরে স্থানীয় লাইফ গার্ড কর্মিরা জেটস্কির (ওয়াটার বাইক) সহায়তায় মো. শাওন হোসেন নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। ঘটনায় নিখোঁজ হন মো. মারুফ আহমদ নামের এক শিক্ষার্থী।

ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে নিখোঁজ মারুফের সন্ধানে উদ্ধার তৎপরতা চালায় লাইফ গার্ড কর্মি, বিচ কর্মি ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম মোল্লা বলেন, বুধবার দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্টের অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভেসের তথ্য জানায় স্থানীয় জেলেরা। এ খবরে স্থানীয় লাইফ গার্ড কর্মিরা জেটস্কির সহায়তায় ভাসমান অবস্থায় নিখোঁজ থাকা পর্যটক মারুফ আহমদের মৃতদেহটি উদ্ধার করে।

পরে মৃতদেহটি ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা এ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের এ কর্মকর্তা।

মাসুম মোল্লা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কেএস