গাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

এস এম জহিরুল ইসলাম, গাজীপুর প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২, ০৬:০৮ পিএম
গাজীপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলম।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় সাংবাদিকদের সঙ্গে তিনি এ মতবিনিময় করেন। নবাগত পুলিশ সুপার এ সময় গাজীপুরের নানা সমস্যা নিয়ে সাংবাদিকদের বক্তব্য শুনেন।

সাংবাদিকদের বক্তব্য শেষে নবাগত পুলিশ সুপার জানান, জনগণের কাঙ্ক্ষিত সেবা বাড়ানোই হবে তার প্রথম কাজ। মহাসড়কে অটোরিকশা,জমি দখল, চুরি, ছিনতাই, ধর্ষণ, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে কাজ করবেন বলে জানিয়েছেন।

নবাগত পুলিশ সুপার হয়রানি ও দুর্নীতিমুক্ত পুলিশি সেবার প্রতিশ্রুতি দিয়ে পুলিশের ইতিবাচক কাজে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকরা যাতে নিরাপদে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তারও প্রতিশ্রুতি দেন নবাগত পুলিশ সুপার।

এ সময় বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়া, স্থানীয় পত্রিকার সম্পাদক, সাংবাদিকরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গাজীপুরে পুলিশ সুপার হিসেবে গতকাল ছিল তার দ্বিতীয় কর্মদিবস।

কেএস