কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ ইউএনও শুভাশিস ঘোষ

কুমিল্লা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২, ০৯:০৫ পিএম
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শ্রেষ্ঠ ইউএনও শুভাশিস ঘোষ

প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ। তিনি জেলার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। 
ইউএনও শুভাশিস ঘোষ জানান, প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য ২১টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই সাফল্য আসলে দলগত। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শিক্ষা পরিবারের সাফল্য। এখন লক্ষ্য বিভাগীয় পর্যায়। তারপর অবশ্যই জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা। অবশ্যই স্বীকৃতি কাজের গতি বৃদ্ধি করে।

উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর প্রাথমিকে ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন শুভাশিস ঘোষ। মাটির স্কুলে শিক্ষা জাদুঘর স্থাপন, ককবরক ভাষার স্কুল প্রতিষ্ঠা ও বই প্রকাশ করে সাড়া জাগিয়েছেন তিনি।

কেএস