জমকালো আয়োজনে বাবুগঞ্জে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার বিকেলে বাবুগঞ্জ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন চত্বরে প্রদক্ষিণ করে।
র্যালির পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক খান মোহাম্মদ সোহাগ, জাকির হোসেন, শাহাদাত ফরাজ এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের সকল নেতাকর্মী।
ইএইচ