কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৮:১৬ পিএম
কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৩০) নামের এক যুবক মারা গেছেন। ঘটনাটি ঘটে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ী তেলিপাড়া গ্রামে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে শফিকুল তার বাড়ির সামনে ফিসারির মর্টারে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। 

পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (উপ) শফিউল আলম বলেন, "আমরা এই ঘটনাটির বিষয়ে এখনও অবগত নই। অভিযোগ পাওয়া গেলে অপমৃত্যু মামলা রুজু করা হবে।"

ইএইচ