বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৩:১৯ পিএম
বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ’বড়াল’সভা কক্ষে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ।

এছাড়াও বক্তব্য দেন, বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাগাতিপাড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন ডাক্তার আবু হায়দার, ক্যাব সহ সভাপতি রেজাউন্নবী রেনু, সেক্রেটারি সাংবাদিক আরিফুল ইসলাম তপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট, সাধারণ সম্পাদক ও ক্যাবের সদস্য ফজলুর রহমান, আনোয়ার হোসেন, মিল্টনসহ আরো অনেকেই।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহানুর শোহন, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুধীজন ও স্থানীয় সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন।

সেমিনারের সভাপতি ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে। তবে ক্রেতা ও বিক্রেতা দুইজনকেই আরো সচেতন হতে হবে।

কেএস