বাকেরগঞ্জ প্রফুল্ল বিদ্যাপীঠে শতভাগ পাশ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২, ০৯:১৬ পিএম
বাকেরগঞ্জ প্রফুল্ল বিদ্যাপীঠে শতভাগ পাশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফুল্ল বিদ্যাপীঠ থেকে ২০ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীই চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এতে করে বেশ আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের মোট ২০ জন পরীক্ষার্থীর ৫ জন গোল্ডেন এ প্লাস, এ প্লাস ৪ জন, এ গ্রেড ৮ জন ও ৩ জন বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা হলেন সাদিয়া মুজিব, শান্তা আক্তার, তানজিলা ইসলাম, খাইরুল ইসলাম ইয়ামিন, মশিউর রহমান সাগর।

এ ব্যাপারে প্রফুল্ল বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা ইভা রানী দত্ত এই প্রতিবেদককে জানান, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীরা ভালো ফলাফল করে সুনাম অর্জন করেছে। আমাদের বিদ্যালয়ে নিয়ম, শৃঙ্খলা, লেখাপড়ায় গুরুত্ব এবং শিক্ষকদের চেষ্টা ও অভিবাবকদের আন্তরিকতায় এই ফলাফল। এ অর্জন আমাদের একার নয় বাকেরগঞ্জবাসীর। আশা করছি আগামী দিনেও প্রফুল্ল বিদ্যাপীঠের এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে শিক্ষার্থীরা।

কেএস